পরীক্ষা হলে ছাত্রলীগের তালা, পরীক্ষা স্থগিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বহিষ্কৃত এক ছাত্রলীগ কর্মীকে পরীক্ষার অনুমতি না দেওয়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনিষ্টিটিউটে প্রায় সবকটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশের কর্মীরা। এ ঘটনার জেরে চারুকলা ইনস্টিউটের ২য় বর্ষের পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন।
আজ (৪ এপ্রিল) সকাল ১১টা দিকে চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া রোডে অবস্থিত চারুকলা ইনিস্টিটিউটে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত এক ছাত্রলীগ কর্মীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’ গ্রুপের কর্মীরা এসে ইনস্টিটিউটের প্রায় সব কটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই পরীক্ষা স্থগিত করে। মোফাজ্জল হায়দার মোফা নামে ওই ছাত্রলীগ কর্মীকে গত বছরের ২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হয়েছিল। তার বহিষ্কার আদেশ এখনও বহাল রয়েছে। মোফা ছাত্রলীগের স্থগিত হওয়া কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয় চারুকলা ইনিষ্টিটিউটের সহকারী অধ্যাপক ও পরীক্ষা কমিটির সভাপতি প্রণব মিত্র চৌধুরী প্রমিনেন্টকে জানান, মোফাজ্জল হায়দার মোফা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হওয়ার তাকে পরীক্ষায় অংশগ্রহণে অনুমতি দেওয়া হয়নি। সকালে ছাত্রলীগ পরিচয়ে কিছু শিক্ষার্থী এসে ইনিষ্টিটিউটের প্রায় সবকটি কক্ষে তালা দেয়। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে আপাতত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, অ‘ভিযুক্ত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার আদেশ থাকায় তাকে পরীক্ষায় অংশগ্রহণে অনুমতি দেওয়া হয়নি। চারুকলা ইনিস্টিটিউট এ সংক্রান্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেবে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু দুঃখ প্রকাশ বলেন, মোফার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কার আদেশ সম্পূর্ণ অযৌক্তিক। কোনো প্রকার তদন্ত ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ বহিষ্কার আদেশ মেনে নেয়নি।