চবিতে ভর্তির যোগ্যতা শিথিল

চবিতে ভর্তির যোগ্যতা শিথিল

  • ক্যাম্পাস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) প্রথম বর্ষে চারটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ফল বিপর্যয়ের জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতাও শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে কোন তারিখ কোন ইউনিটের পরীক্ষা নেওয়া হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। সোমবার ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসাইন এ তথ্য জানান।

এদিকে এবার ভর্তি আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুটিতে ন্যূনতম জিপিএ ৩ সহ জিপিএ ৬.৫ থাকতে হবে। মানবিক বিভাগের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ২.২৫ সহ জিপিএ ৫.৫ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৬ থাকতে হবে।favicon59-4

Sharing is caring!

Leave a Comment