বায়োটেকনোলজি বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায়

বায়োটেকনোলজি বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায়

  • ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে নবীণ বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

আজ (১২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি (ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র) মিলনায়তনে এ অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মিন্নাতুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।

অনুষ্ঠানে বায়োটেকনোলজি বিভাগের সাবেক সভাপতিদেরকে সংবর্ধনা দেওয়া হয়। পরে দুপুর আড়াইটায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।favicon59

Sharing is caring!

Leave a Comment