চবি শিক্ষক সমিতির নির্বাচনে আগাম ভোট গ্রহণ শুরু
- জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম
আগামী ২৬ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনকে সামনে রেখে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ (১৯ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ আগাম ভোট গ্রহণ বৃহস্পতিবারও চলবে। এবারের নির্বাচনে হলুদ ও সাদা প্যানেলের বাইরে অন্য কোনো প্রার্থী অংশগ্রহণ করেননি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেল হলো-‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর ব্যানারে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’ এবং ‘স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত’ এর ব্যানারে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।
প্রধান নির্বাচন কমিশনার ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ গফুর দি প্রমিনেন্টকে জানান, নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষসহ পদের পাশাপাশি ছয়টি সদস্যপদসহ মোট ১১টি পদে দু’ প্যানেলের ১১ জন করে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৮৬২ জন ভোটার রয়েছেন বলেও তিনি আরও জানান।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব (হলুদ দল) ও দর্শন বিভাগের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী (সাদা দল) এবং সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য (হলুদ দল) ও প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান (সাদা দল)।
অন্যান্য প্রার্থীরা হলেন- হলুদ দলের সহ-সভাপতি পদে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল এবং যুগ্ম-সম্পাদক পদে পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মহসীন। এছাড়াও সদস্য পদে অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, কুন্তল বড়ুয়া, অধ্যাপক ড. মাহবুবুল হক, শাহেদুল কাদের, সবুজ চৌধুরী ও সাজেদা আক্তার প্রার্থী হয়েছেন।
অন্যদিকে সাদা দল থেকে সহ-সভাপতি পদে ইনস্টিটিউট অ্যান্ড মেরিন সাইয়েন্স অ্যান্ড ফিশারিজের সহযোগী অধ্যাপক মো. জাহেদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ যাকারিয়া এবং কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এছাড়াও সদস্য পদে অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক মো. ইমাম হোসেন ও ড. মোহাম্মদ সাখাওয়াত প্রার্থী হয়েছেন।