চবিতে ‘ক্রিয়েটিং দ্যা প্রফেশনালস অব টুমরো’ কর্মশালা অনুষ্ঠিত
- জোবায়ের চৌধুরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘ক্রিয়েটিং দ্যা প্রফেশনালস অব টুমরো’ শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ‘চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি-(সিইউডিএস)’ কর্তৃক আয়োজিত মাসব্যাপী পাবলিক স্পিকিং ওয়ার্কশপের সমাপনী দিনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী এ কর্মশালায় প্রায় সাড়ে ৬শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মডারেটর অধ্যাপক ড. ইমরান হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক এ.বি.এম আবু নোমান, তরুণ উদ্যোক্তা ইফসিত তরফদার এবং আমিনুর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশে তরুণের সংখ্যা ৫ কোটি ৭৬ লক্ষ। জনসংখ্যার এ বড় অংশই সমাজ পরিবর্তনের কারিগর। মাদকের হিংস্র ছোবল তরুণদের ধ্বংস করে দিচ্ছে। মাদককে ঐক্যবদ্ধভাবে না বলে সৃজনশীল ও মননশীল কাজের দিকে মনোযোগ দিতে তরুণদের আহ্বান জানান তিনি।
মূল বক্তার বক্তব্যে তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম বলেন, শিক্ষা ব্যবস্থার পদ্ধতিতে ছোট বেলায় আমাদের কিন্ডার গার্ডেনে ঠেলে দেওয়া হয়। স্কুল থেকে আমরা মেট্রিক পদ্ধতিতে শিক্ষা নেই। এরপর সবাই সমান তালে ডিগ্রী অর্জন করি। পরবর্তীতে আমরা ভিন্ন ভিন্ন দক্ষতায় নিজেদের ভিন্ন ভিন্ন পেশার পথ বের করে আনি। আমার ভাগ্য আমিই তৈরী করি। অতএব আমার অস্তিত্বই আমার পরিচয়।
তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেন, নয় বছর বয়সে আমি স্বপ্ন ঠিক করি আমি ভ্রমণ করব এবং ভিন্ন কেউ হব। ১৪ বছর বয়সে স্কুলে যেতাম প্রফেশনাল হয়ে। ‘এ পৃথিবী আমাকে কিসের জন্য মনে রাখবে?’ এ প্রশ্নটিই আমার জীবনকে বদলে দিয়েছে। ৪৫ জন প্রকাশন আমার বই প্রকাশ করেছে।
পরিবার ও সংস্কৃতি অনেক সময় লক্ষ্যে পৌঁছানোর প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় উল্লেখ্য করে এ মোটিভেশনাল স্পীকার বলেন, নতুন একটি কাজ শুরু করা অনেক কষ্টের, অনেকে এ কাজে ভুল গুলো দেখে অট্টহাসি দেয়। কিন্তু, এরপরেও সামনের দিকে এগোতে হবে। পুরো পৃথিবী ঘুরে দেখার নেশায় মত্ত হয়ে নতুন নতুন আইডিয়া সৃষ্টি করে সবার মনোযোগ আকর্ষণ করতে হবে। তবেই সফলতা ধরা দিবে। প্রতিবন্ধকতাই যদি না আসে তবে এটি কোন কাজ না। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে।
এর আগে বেলা ১১টার দিকে ‘সিভি রাইটিং’ কর্মশালার হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এভার জবস বাংলাদেশের কর্মকার্তা ও তরুণ উদ্যোক্তা ইফসিত তরফদার এবং আমিনুর রশীদ খান। এছাড়াও অনুষ্ঠানের সমাপনীলগ্নে মাসব্যাপী এ কর্মশালার আয়োজক ও মডারেটরদের ক্রেস প্রদান করে প্রধান অতিথি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।