চবিতে ইংলিশ ইউনিয়নের যাত্রা শুরু
- জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম
আন্তঃসম্পর্ক, দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ইংলিশ ইউনিয়ন’।
গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের লেকচার গ্যালারীতে ইংরেজি বিভাগের আয়োজনে মাসব্যাপী পাবলিক স্পীকিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সংগঠনটি।
ইংলিশ ইউনিয়নের সংগঠক ও বিভাগের শিক্ষার্থী আবরার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, বিভাগের শিক্ষার্থীদের যে স্বপ্নের যাত্রা শুরু হলো আজ তা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ক্লাব ইংরেজি বিভাগ তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য দেশ বিদেশ থেকে সুনাম বয়ে আনবে। এ সময় ইউনিয়নের সাফল্য কামনাও করেন তিনি।
বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পাবলিক স্পিকিংয়ের সমাপনী পর্বে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিরা। মাসব্যাপী এ পাবলিক স্পিকিং প্রতিযোগীতায় অংশ নেন মোট ১১২ জন প্রতিযোগী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইংলিশ ইউনিয়নের মডারেটর সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক মাইনুল হাসান, প্রভাষক মারুফ উল আলম, প্রভাষক শারদিলা ইয়াসমিন ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।