আশা ইউনিভার্সিটিতে পালিত হতে যাচ্ছে “ইংলিশ ডে”

আশা ইউনিভার্সিটিতে পালিত হতে যাচ্ছে “ইংলিশ ডে”

  • তানভীর হায়াত খান

আগামী ১০ই মে রাজধানীর আশা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ও ইউনিভার্সিটির সাংস্কৃতিক কমিটির যৌথ উদ্দ্যোগে জমকালো অনুষ্ঠানের মাধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে “ইংলিশ ডে”। ইতোমধ্যে আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিগত বছর গুলোর তুলনায় এবার বিস্তৃত পরিসরে পালিত হবে অনুষ্ঠানটি।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ও ইংলিশ ক্লাবের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, মঞ্চ নাটক, উপস্থিত বক্তৃতা, ফ্যাশন শো সহ নানা ধরনের সাংস্কৃতিক পারেবশনা তুলে ধরবে দর্শকদের উদ্দেশ্যে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আশা ইউনিভার্সিটির চেয়ারম্যান শফিকুল হক চৌধুরি, ভাইস চ্যান্সেলর ডাঃ ডালেম চন্দ্র বর্মন, সমাজ কল্যান বিভাগ ও ইংরেজি বিভাগের প্রধান ডা. আবু দাউদ হাসান এবং “ইংলিশ ডে এর উদ্যোক্তা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডায়না আনসারী।

“ইংলিশ ডে” কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা আগ্রহের সাথে এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছে। অনুষ্ঠানটির উদ্দ্যোক্তা অধ্যাপক ডায়না আনসারি বলেন, শিক্ষার্থীদের মাঝে নিজ প্রতিভার বিকাশ ঘটানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশে উদ্ভুদ্ধ হবে।

আশা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডা. ডালেম চন্দ্র বর্মন বলেন, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের জড়তা কাটিয়ে তাদের প্রতিভা তুলে ধরতে সাহায্য করবে। তিনি সর্বপরি এই অনুষ্ঠানের সফলতা কামনা করেন । favicon59

Sharing is caring!

Leave a Comment