ড্যাফোডিলে মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ক কর্মশালা
- নিজস্ব প্রতিবেদক
এই প্রথমবারের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করছে সার্বজনীন মানবীয় মূল্যবোধ ও পেশাগত নৈতিকতার উপর গুরুত্ব বিষয়ক তিন দিনের একটি কর্মশালা।
এই কর্মশালাটি ২মে ২০১৬ তে শুরু হবে এবং শেষ হবে ৩মে ২০১৬ তারিখে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বানকেট হলে প্রতিদিন সকাল ৯.৩০ মিনিটে শুরু হবে এবং তা চলবে বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত।
উক্ত কর্মশালাটিতে উপস্থিত থাকবেন ড. রাজিব সান্যাল, অধ্যাপক এবং পরিচালক, আইআইটি ভারানসী, ভারত; জনাব রাজুল আস্তানা, কানপুর, ভারত; ড. কুমার সনভাব, সহকারি অধ্যাপক, গ্যালগোটিস বিশ্ববিদ্যালয়, উত্তর প্রদেশ, ভারত এবং শ্রী উমেষ যাদব, সহকারি অধ্যাপক, রয়েল ইউনিভার্সিটি অব ভূটান।
এই কর্মশালায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ২মে সকাল ১০টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।