মেধাবীদের জন্য ‘কো-অপ’

মেধাবীদের জন্য ‘কো-অপ’

  • ক্যাম্পাস ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মেধাবী ও আর্থিক অনগ্রসর শিক্ষার্থীদের জন্য কো-অপারেটিভ এডুকেশন প্রোগ্রাম (কো-অপ) প্রবর্তন করেছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হলেও পড়াশোনার বিপুল খরচ প্রধান অন্তরায়। আমাদের সমাজে আর্থিক অনগ্রসর ও মেধাবীদের পক্ষে সেই বিপুল খরচ বহন করা সম্ভব হয়ে ওঠে না। ফলে অনেক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন হয় না। এসব দিকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় নর্থ আমেরিকার বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের মতো কো-অপারেটিভ এডুকেশন প্রোগ্রাম (কো-অপ) প্রবর্তন করেছে। এ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা সপ্তাহের নির্ধারিত ও অবসরকালীন কাজের মাধ্যমে শিক্ষা ব্যয়ের একটি অংশ উপার্জন করতে সক্ষম হবেন এবং সে সঙ্গে নিজ নিজ বিষয়ে অভিজ্ঞতা লাভ করবেন, যা কর্মজীবনে কাজে লাগবে।

এ ব্যবস্থার আওতায় প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার মান যুক্তরাজ্যের কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি কর্তৃক মডারেশন করা হবে। কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিনিধি কর্তৃক শিক্ষার মান নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মডারেট করা হবে। এতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষালাভে সক্ষম হবেন, যা তাদের কর্মসংস্থানেও সহায়ক হবে। পরীক্ষামূলক প্রথমে বিএসসি অনার্স ইন কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (সিআইএস) ও বি.কম অনার্স (অ্যাকাউন্টিং/ মার্কেটিং/ম্যানেজমেন্ট/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং) বিষয়ের শিক্ষার্থীরা কো-অপট গ্রহণের সুযোগ পাবেন। কো-অপট সুযোগ গ্রহণ করে আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী ছাত্ররা বি.কম (অনার্স) ইন ম্যানেজমেন্ট/ মার্কেটিং/অ্যাকাউন্টিং/ব্যবস্থাপনা সম্পন্ন করে শিক্ষার্থীরা উন্নত ক্যারিয়ার গঠন করতে পারবেন।

দেখা গেছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রাখেন বাণিজ্য শাখার শিক্ষার্থীরা। তাই যে কোনো উচ্চ পদে অধিষ্ঠিত হতে চাইলে বা নিজে ব্যবসা করতে চাইলে ব্যবসা-বাণিজ্য নিয়ে পড়াশোনার বিকল্প নেই। ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা ব্যাংক-বীমা, ইন্স্যুরেন্স, অর্থ লগি্নকারী প্রতিষ্ঠান, মার্কেটিং সেক্টর, সরকারি-বেসরকারি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি তথ্য কেন্দ্র থেকে সরবরাহকৃত নির্ধারিত ফরম অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে।

বিস্তারিত : ০১৭১৩-৪৯৩০৫০, ০১৮১১-৪৫৮৮৫৩।favicon59-4

Sharing is caring!

Leave a Comment