জাবিতে শনিবার দিনব্যাপি ক্যারিয়ার র্যাগিং
- মো.আসাদুজ্জামান, সাভার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তরুণদের ক্যারিয়ার মুখী করতে প্রণোদনামুলক অনুষ্ঠান নিয়ে শুরু হচ্ছে দিনব্যাপি ক্যারিয়ার র্যাগিং-২০১৬। এতে তরুণ জনপ্রিয় উদ্যোক্তাদের মুখোমুখি হতে যাচ্ছেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী। একই সাথে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা অনুষের চারটি বিভাগ নিয়ে ‘বিজনেস কুইজ কনটেস্ট সেশন-২’র চূড়ান্ত পর্ব। বিশ্ববিদ্যালয়ের ‘ফোরাম অব অন্ট্রাপ্রনারশীপ এন্ড বিজনেস (এফইবি) এর উদ্যোগে শনিবার (৭ মে) জহির রায়হান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শুরু হবে সকাল ৯:০০ টায় এবং চলবে বিকাল ৫:০০ টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্লাবটির কর্পোরেট অ্যাফেয়ার্স মুহাম্মদ আল-আমিন গাজী। এসময় উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি আবু সায়েম রিমন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন নিলাঞ্জন কুমার সাহা। এসময় ক্লাবটির সভাপতি জানান, ‘ইতিমধ্যে আমাদের রেজিষ্টেশন করা হয়েছে প্রায় ১০০০ জনের। যার ভেতরে প্রায় ৪০০ জন বিভিন্ন প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসবেন। আমাদের নিজস্ব ওয়েবসাহট এবং ফেসবুক গ্রোপের মাধ্যমে আমরা আমাদের এই প্রোগামের তথ্য পৌঁছাতে পেরেছি প্রায় ৪ লক্ষ মানুষের কাছে। এর মধ্যে ৫ হাজারে অধিক মানুষ অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।’
অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকছেন জনপ্রিয় তরুণ উদ্যোক্তাদের মধ্যে সালমান মুক্তাদির, আয়মান সাদিক, মুনতাসির রশিদ খান, আসরাফুল ইসলাম ভুঁইয়া, রাকিবুর রহমান, ফয়সাল মাহমুদ রনক, এস. এম. ইব্রাহিম উল্লাহ, ইসতিয়াক হোসাইন তমাল, মাহমুদ নূর-ই-আলম ও মো.মাহমুদুর রহমান। আরও তথ্য জানতে ভিজিট করুন- https://www.facebook.com/events/1086439308080487/
উল্লেখ্য, ক্লাবটি ২০১৫ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ক্যারিয়ার মুখী কাজ করে যাচ্ছেন।