চবিতে শুরু হচ্ছে চলচ্চিত্র কর্মশালা
- জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম
‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি-(সিইউএফএস)’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ফিল্ম মেকিং ওয়ার্কশপ ২০১৬’ শীর্ষক চলচ্চিত্র বিষয়ক কর্মশালা। আগামী ১৫-১৯ মে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র বিষয়ক এ কর্মশালা। কর্মশালাটির সার্বিক সহযোগিতায় রয়েছে জার্মানীর চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘কিনো আই ফিল্ম’র বাংলাদেশ শাখা ।
আর পুরো কর্মশালাটি পরিচালনা করবেন কর্মশালাটি পরিচালনা করবেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্টিজের পরিচালক ও শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট তানভীর মোকাম্মেল।
আয়োজক সূত্রে জানা যায়, পাঁচদিন ব্যাপী এ কর্মশালায় নিবিড় পর্যবেক্ষণে প্রশিক্ষণ প্রদান করা হবে ডকুমেন্টারি ফিল্ম মেকিং , সিনেমাট্রোগ্রাফি , স্ক্রিপ্ট রাইটিং , আর্ট ডিরেকশন , ওয়ার্ল্ড ফিল্ম হিস্ট্রি , সাউন্ড এডিটিংসহ চলচ্চিত্রের খুঁটিনাটি বিষয়ের উপর। কর্মশালাটি প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কর্মশালার শেষেদিনে ‘কিনো আই ফিল্ম’র সৌজন্যে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।
তানভীর মোকাম্মেল ছাড়াও চলচ্চিত্র বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন সৈয়দ শাবাব আলী আরজু, চিত্রলেখা গুহ, উত্তম গুহ এবং প্রখ্যাত চিত্রগ্রাহক পঙ্কজ পালিত।
কর্মশালা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সভাপতি মেহরাজ উদ্দিন দি প্রমিনেন্টকে জানান, পাঁচদিন ব্যাপী এ পুরো কর্মশালাটি প্রশিক্ষণ প্রদান করবেন তানভীর মোকাম্মেল ভাইয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘কিনো আই ফিল্ম’ বাংলাদেশ শাখা। এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক আগ্রহী রেজিস্ট্রেশন করেছেন। আমাদের টার্গেট ১২০ জন অংশগ্রহণাকারী নিয়ে কর্মশালাটি সমাপ্ত করা।
অংশগ্রহণকারীরা প্রায় সকলেই শিক্ষার্থী তাই তাঁদের কথা চিন্তা করে রেজিস্ট্রেশন ফি স্বল্প করা হয়েছে বলেও তিনি জানান।