ড্যাফোডিলে ‘নেসক্যাফে কিয়স্ক অপারেশন’ উদ্বোধন
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার এবং নেসলে বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে জবসবিডি ডট কমের ‘অন ক্যাম্পাস জব’ এর অধীনে সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসে নেসক্যাফে কিয়স্ক অপারেশনের উদ্বোধন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান নেসক্যাফে কিয়স্ক অপারেশনের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সবুর খান জাতীয় পর্যায়ে গত ১৩ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবদানের কথা উল্লেখ করে বলেন, এই পর্যন্ত ৮০০ উদ্যোক্তা তৈরি করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যারা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অদূর ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দিবে।
নেসলে প্রফেশনাল দক্ষিণ এশিয় অঞ্চলের কান্ট্রি বিজনেস ম্যানেজার আলরিস মারট্রিন এই ধরনের একটি সময় উপযোগী উদ্যোগ নেওয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল গ্র্যাজুয়েট এবং কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে নেসলে প্লাটফর্ম তৈরি হওয়াতে নিজেদেরকে গর্বিত অনুভব করছেন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জবসবিডি ডট কম এবং রিমেইন ট্রেড এন্ড মার্কেটিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে থেকে তিনজন শিক্ষার্থীকে মনোনিত করা হয় যাদেরকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে নিজ নিজ ক্যাম্পাসে নেসক্যাফে কিয়স্ক অপারেশনের দায়িত্ব অর্পণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হামিদুল হক খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের পরিচালক ড. মোস্তফা কামাল, নেসলে বাংলাদেশ লিমিটেডের হেড অব কর্পোরেট এ্যাফেয়ার্স নকিব খান, নেসলে প্রফেশনালের কান্ট্রি বিজনেস ম্যানেজার মাসুম উদ্দিন খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক সৈয়দ মারুফ রেজা, উত্তরা ক্যাম্পাসের পরিচালক অনিল চন্দ্র পাল, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভূঁইয়া এবং জবসবিডি ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান রিপন।