জাবির ডিন নির্বাচনে বিজয়ী সরকারি দল
- মো. আসাদুজ্জামান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন নির্বাচনে পাঁচটির অনুষদের মধ্যে চারটিতেই জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল। অন্য একটি অনুষদে জয় পেয়েছে স্বতন্ত্রপ্রার্থী। তবে সবগুলোতেই পরাজিত হয়েছে বাম ও বিএনপিপন্থী শিক্ষকরা।
আজ (১০ মে) বেলা সাড়ে ৩টায় শিক্ষক ক্লাবে নির্বাচনের রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ ফল ঘোষণা করেন। ৪৫৯ ভোটারের মধ্যে ৪৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার, জীব বিজ্ঞান অনুষদে থেকে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার এবং সমাজবিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন জয়লাভ করেছেন।
একইসাথে বিজনেস স্টাডিজ অনুষদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে কলা ও মানবিকী অনুষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক জয় লাভ করেছেন।