ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একযোগে কাজ করবে জাপানের ৩ বিশ্ববিদ্যালয়
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাপানের জোসাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বানকিউ গাকিউম ইউনিভার্সিটি এবং টেইকিও ইউনিভার্সিটি বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সামপ্রতিক জাপান সফরকালে এ বিষয়ে সংশ্লিস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মো. সবুর খান গত ৯ মে জাপানের জোসাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একসাথে কাজ করার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । এ সমঝোতার আলোকে শিক্ষাবৃত্তি, শিক্ষার্থী বিনিময় ও যৌথ সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে উভয় বিশ্ববিদ্যালয় পারস্পরিক সহযোগিতার হাত আরো সম্প্রসারিত করবে। জোসাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বর্তমানে এর অনুষদ সংখ্যা ৮ টি। উল্লেখ্য ২০১৫ সালে জোসাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত এশিয়া সামার প্রোগ্রামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এরপর গত ১১ মে টোকিওর বানকিউ গাকিউম ইউনিভার্সিটি পরিদর্শন করেন মো. সবুর খান এবং ওই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাসাকাজু সীমাদার সাথে সাক্ষাত করেন এবং উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতার আলোকে আগামী বছর থেকে ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বানকিউ গাকিউম ইউনিভার্সিটির শিক্ষাবিনিময় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে।
একই দিনে মো. সবুর খান টেইকিও ইউনিভার্সিটিও পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইউশিহিতো ওকিনাগা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে তার আগ্রহের কথা ব্যক্ত করেন এবং বিভিন্ন শিক্ষা বিনিময় কর্মসূচীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অন্তর্ভূক্তির ঘোষণা দেন। ১৯৩১ সালে প্রতিষ্ঠিত টেইকিও ইউনিভার্সিটি একটি বেসরকারি বিশ্ববিবিদ্যালয় যার ৯ টি ক্যাম্পাস মিলে শিক্ষার্থী সংখ্যা ২২ হাজার।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের জাপানের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে সাম্প্রতিক এ সফর ড্যাফোডিল ইন্টাপরন্যাশনাল ইউনিভার্সিটিকে জাপানে  আরো বেশী বিস্তৃত করতে সহায়তা করবে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	