সমন্বিত গবেষণায় অনন্য জাবি পদার্থ বিজ্ঞান বিভাগ
- মো. আসাদুজ্জামান, সাভার
সমন্বিত গবেষণায় অনন্য সাফল্য পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একদল তরুণ গবেষক। সম্প্রতি ‘ইউনাইটেড গ্রুপ ফাউন্ডেশন রিসার্চ অ্যাওয়ার্ডস’ শিরোনামে হয়ে যাওয়া সেরা গবেষণা প্রবন্ধের প্রতিযোগিতায় তারা এ সাফল্য পান।
প্রতিযোগিতায় ‘আউটস্টান্ডিং পেপার অ্যাওয়ার্ড-২০১৬’তে সেরা ২১টি গবেষণা প্রবন্ধকে পুরষ্কৃত করা হয়। যেখানে জাবি পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের ১১টি গবেষণা প্রবন্ধ স্থান করে নেয়। গবেষণা প্রবন্ধগুলোতে কাজ করেছেন জাবি পদার্থ বিজ্ঞানের ১৪ জন গবেষক এবং প্রবন্ধগুলোর সবগুলোতেই উপদেষ্টা হিসেবে ছিলেন ২০১৫ সালের বর্ষসেরা গবেষক বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন (এ এ মামুন)।
জানা যায়, তরুণ গবেষকদের উৎসাহিত করতে ইউনাইটেড গ্রুপ আয়োজন করে ‘ইউনাইটেড গ্রুপ ফাউন্ডেশন রিসার্চ অ্যাওয়ার্ডস’। যেখানে দেশের গবেষকদের কাছ থেকে তিনটি স্তরে তাদের গবেষণাপত্র আহব্বান করা হয়। যেখানে সর্বোচ্চ ৪০টি উন্নত মানের গবেষণা প্রবন্ধকে পুরস্কৃত করার কথা উল্লেখ করা হয়। জেনারেল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে ১৮টি (সর্বোচ্চ), মেডিসিন এন্ড লাইভ সায়েন্স থেকে ১০ (সর্বোচ্চ) এবং এগ্রিকালচার ১২ (সর্বোচ্চ)। গবেষণা প্রবন্ধ জমাদানের যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয় যে গবেষণা পত্রটি ন্যুনতম ইমপ্যাক্ট ফ্যাক্টর ১.৫ (থমসন-রয়টার) থাকতে হবে এবং সেটি অবশ্যই ২০১৩ সালে মধ্যে প্রকাশিত হতে হবে। এর পাশাপাশি শুধু মাত্র বাংলাদেশী লেখক বা গবেষকেরা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ন গবেষনা দেশেই সম্পাদিত হতে হবে। একজন গবেষক একাধিক গবেষণাও প্রবন্ধ উপস্থাপন করতে পারবেন।
এতে সেরা অর্ধেকের বেশী গবেষাণা প্রবন্ধের তালিকায় স্থান করে নেয় জাবি সাবেক শিক্ষক ও বর্তমান শিক্ষকদের পাঠানো সমন্বিত গবেষণা প্রবন্ধগুলো। পুরষ্কার প্রাপ্ত গবেষকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে অনেকে দেশসেরা প্রতিষ্ঠান গুলোতে কর্মরত আছেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অঢিটোরিয়ামে এক জাঁকজমক অনুষ্ঠানে দেশ সেরা বিজ্ঞানী উপস্থিতিতে অ্যাওয়ার্ড প্রাপ্ত গবেষকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি।
জাবি পদার্থ বিজ্ঞান বিভাগের ‘আউটস্টান্ডিং পেপার অ্যাওয়ার্ড-২০১৬’ প্রাপ্তরা হলেন – মো. মেহেদী মাসুদ, কামরুন্নাহার মুক্তা, এম আসাদুজ্জামান, ইসমিতা তাসনীম, এ পাল, গুরুদাস মন্ডল, এম আর আমিন, লুৎফুন নাহার, এম এস জোবায়ের, নিপা রয়, শারমিন সুলতানা, এম ইমামউদ্দিন, সাবিনা ইয়াসমিন, শারমিন আশরাফ ও উপদেষ্টা অধ্যাপক এ এ মামুন।
চারটি প্রবন্ধে কাজ করা জাবি পদার্থ বিজ্ঞানের সাবেক শিক্ষার্থী ও বুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মেহেদী মাসুদ বলেন, জাবি পদার্ধ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীরা আলাদা প্রতিষ্ঠানে থাকলেও সমন্বিত কাজের এটি একটি উত্তম জায়গা। এবারের অ্যাওয়ার্ড জয় সামনে আরও ভাল কাজ করতে প্রেরণা জোগাবে।’
আরেক গবেষক ইসমিতা তাসনীম জানান ‘এটি আমাদের মতো বাংলাদেশী গবেষকদের কাজের স্বীকৃতি স্বরুপ। এতে আমরা আরও কাজ করার জন্য উৎসাহ পেলাম। এ বিষয়ে অ্যাওয়ার্ড প্রাপ্তদের উপদেষ্টা অধ্যাাপক এ এ মামুন বলেন, ‘বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও বাড়ছে না গবেষকের সংখ্যা। যারা গবেষণা করেন তারাও নানা রকম অর্থসঙ্কল ও হতাশায় পড়ে থাকে। ইউনাটেড গ্রুপের এ আয়োজন দেশেই আন্তর্জাতিক মানের গবেষক তৈরী হতে সাহায্য করবে।
গবেষণাপত্র গুলোর মূল্যায়ন কমিটিতে সভাপতি পদে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক মো. মুহিবুর রহমান। এছাড়া কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদ, ঢাবি’র তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের অধ্যাপক গোলাম মুহাম্মদ ভূঁইয়া, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক মো. রেজওয়ান খান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান। উল্লেখ্য, প্রতিটি প্রবন্ধের জন্য গবেষকদের সম্মাননা সনদ ও অ্যাওয়ার্ডের জন্য পেয়েছেন এক লক্ষ টাকার পুরস্কার দেয়।