জাবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
- মো. আসাদুজ্জামান, সাভার
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। আজ (১৭ মে) বেলা ১২ টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ‘তিন দশক আগে ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমনে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে হয়েছে। ’
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল, শাখা সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুণ্ডু, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটু, উপ-সমাজসেবা সম্পাদক বশিরুল হক, শহীদ রফিক জাব্বার হল শাখা সভাপতি নওশাদ আলম অনিক, বঙ্গবন্ধু হলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিমন, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম জুয়েল, ছাত্রলীগ নেত্রী তামান্না তাহের তন্বী, অজরীন ফাতেমা চিনি, সালমা আক্তার বিন্দুসহ চারশতাধিক নেতা কর্মী।