চবির শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠিত
- জোবায়ের চৌধুরী, চট্ট্রগাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ অডিটোরিয়ামে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে দিনব্যাপি বর্ণাঢ্য এ নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা অনুষ্ঠান, ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং চট্টগ্রামের ব্যান্ড দল ‘নাটাই’ এর মনমুগ্ধকর পরিবেশনা দিয়ে সাজানো হয় এ নবীন বরণ অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘তোমরা একটি কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এ গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছ। তোমরা তরুণ দল সীমাহীন সম্ভাবনার ক্ষেত্র, এ ধরিত্রীতে থাকা সম্ভাবনাকে কাজে লাগাবে।’
ইনিষ্টিটিউটের পরিচালক প্রফেসর কিরণ চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনিষ্টিটিউটের শিক্ষক ড. মো. আবদুস সালাম, ড. মো. শফিউল আলম, ড. উদিতি দাশ, শামসাদ বেগম চৌধুরী, মুহাম্মদ আমির উদ্দিন, মিজানুর রহমান মিজু প্রমুখ।