পানিতে ডুবে জাবি শিক্ষার্থীর মৃত্যু
- মো. আসাদুজ্জামান, সাভার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক ক্লাবের পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল (২৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম জামিলুর রহমান জিশান। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র ছিলেন। এছাড়াও জিসান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের কার্যকরী সদস্য ছিলেন।
জিসানের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া সিইউএফএল ডি-৭/৫ নং বাসায়। তার পিতার নাম মো. সিদ্দিকুর রহমান। তবে তিনি ঢাকায় তার বড় ভাইয়ের সাথে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জিসান তার বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে বের হন। এরপর বিকেল তিনটার দিকে জিসান তার বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পুকুরে সাঁতার কাটার এক পর্যায়ে পুকুরের মাঝখানে পানিতে ডুবে যান। এ সময় তার সহপাঠী রুম্মান (ইংরেজী-৪৩), আবিদ আল হাসান (পদার্থ বিজ্ঞান-৪৩), শোয়েব (ইংরেজী ৪৩) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জিসানকে খুঁজে না পেয়ে তারা প্রক্টরিয়াল বডির সদস্যদের জানান এবং নিজেরাও খুঁজতে থাকেন। পরে সহকারী প্রক্টর মেহেদী ইকবাল, জুলকার নায়েনসহ কয়েকজন শিক্ষার্থী মিলে জিসানকে পানি থেকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার করে জিসানকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে এনাম মেডিকেলে পাঠানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. বীরেন্দ্র কুমার বিশ্বাস বলেন, ‘সাভারের এনাম মেডিকেলে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে সন্ধ্যা সাতটার দিকে জামিলের মৃতদেহ হাসপাতাল থেকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।’