স্কুলে মানসম্মত শিক্ষা
- এস এম রাসেল
প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও এসব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম। এর মধ্যে রয়েছে আইসিটি ক্লাব, স্পোর্টস ক্লাব, ডিবেট, বুক রিডিং, সায়েন্স, কালচার অ্যান্ড ড্রামা, ম্যাথ ক্লাব, কমিউনিটি সার্ভিস, সোস্যাল ওয়েলফেয়ারসহ বিভিন্ন ধরনের ক্লাব যেগুলো শিক্ষার্থীদের মনোবল গঠন ও মানসিক বিকাশে সহায়তা করছে।
এদিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে শিশুদের সঠিকভাবে বড় করে তুলতে এখানে রয়েছে ‘চাইল্ড সাইকোলজি’ এবং ‘ক্যারিয়ার ম্যাপিং’য়ের ব্যবস্থাও। এই দুইটি বিষয় একটি শিশুর মনস্তত্ব, আচরণ ও কার্যকলাপ বিশ্লেষণ করে শিশুর ভবিষ্যত্ ক্যারিয়ারের ক্ষেত্র নির্ধারণ করতে সহায়ক হয় এবং এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিশুকে ওই ক্ষেত্রে দক্ষ করে তোলার সুযোগ করে দেয়। ডিআইএসের আরেকটি বিশেষ দিক হলো ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান এই স্কুলের মাধ্যমে শিশুদের মধ্যেও ‘এন্টারপ্রেনারশিপ’ বা ‘উদ্যোক্তা’ মনোভাব সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছেন। উন্নত বিশ্বের দেশগুলোতে ‘কিড এন্টারপ্রেনার’কে এখন গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। ডিআইএস বাংলাদেশে প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করেছে।
যোগাযোগ : ধানমন্ডি : বাড়ি নং-৯ (পুরাতন-৩৭৪), রোড নং-১৪ (পুরাতন-২৯), ধানমন্ডি, ঢাকা। ফোন : ৯১৩৬৪৬৭, ০১৭১৩৪৯৩২২৬
উত্তরা : বাড়ি নং-৩, সোনারগাঁও জনপথ, সেক্টর-১২, উত্তরা মডেল টাউন, ঢাকা।
ফোন : ৮৯৬২০০৮, ০১৭১৩৪৯৩১৪৪