শিক্ষার্থীদের ‘আর্ট ফেলোসিটি’
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
‘শুদ্ধ সংস্কৃতি সুস্থ প্রকৃতি’ এই শ্লোগানকে ভিত্তি করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত হয়েছে ‘আর্ট ফেলোসিটি’ শীর্ষক প্রতিভা অন্বেষণ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০১৬। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজোওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া বিশেষ অতিথি ও সম্মানিত বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, মডেল শবনম ফারিয়া, রেডিও জকি সায়েম আফরোজ, চিত্রনায়ক শারুখ ফারদিন, সুব্রত, নৃত্য পরিচালক ওয়াসেক, মডেল ও বেনজীর ইশরাত আঁখি, আরবোভাইরাস ব্যান্ড দলের ড্রামার নাফিজ আলামিন ও ডিরেক্টর মডেল সাফায়াত মনসুর রানা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিচালক ( স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান রাজু, ডিআইইউ কালচারাল ক্লাবের আহ্বায়ক, অনুজ কুমার চক্রবর্তী ও কালচারাল ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়, আবৃত্তি, ব্যন্ড ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।