শোক ও শ্রদ্ধায় জাতির জনককে স্মরণ
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, ও রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আজ মঙ্গলবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার বজলুল হক।
ড. খোন্দকার বজলুল হক বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নন, তিনি ১৬ কোটি বাঙালীর আত্মার আত্মীয়, তিনি সমগ্র বিশ্বের, তিনি সব অবহেলিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের।’
এসময় তিনি তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেনতায় উজ্জীবিত হয়ে জাতীয় শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের কালো শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে উচ্চতর ডিগ্রী ( পিএইচডি) প্রবর্তনের এবং ৭ মার্চের ভাষণকে জাতীয় পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবী জানান।
অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিাভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এম সাখাওয়াত আলী খান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হামিদুল হক খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, এমিরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম ও টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহাবুব পারভেজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের গবেষণা সহযোগী রাশেদ রাতুল এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।