ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের ষোড়শ সভা আজ (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য, প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম। সভায় সরকার কর্তৃক মনোনীত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অডিট অ্যান্ড ল) মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গুলশান আরা লতিফা। সিন্ডিকেটের চেয়ারম্যানের বিশেষ আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ট্র্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান সিন্ডিকেট সভায় যোগদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হামিদুল হক খান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. মাহাবুব-উল-হক মজুমদার, সিন্ডিকেটের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, উপাচার্য কর্তৃক মনোনীত বিভাগীয় প্রধান হিসেবে আইন বিভাগের প্রধান ফারহানা হেলাল মেহতাব, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সাহানা খান, মো. ইমরান হোসেন ও মো. খোরশেদ আলম খান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিচালক ( হিসাব ও অর্থ) মো. মমিনুল হক মজুমদার ও ড. শেখ আবদুল কাদের আরেফিন সিন্ডিকেট চেয়ারম্যানের বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন।