ড্যাফোডিলে নবীন শিক্ষকদের ওরিয়েনটেশন
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল-২০১৬ সেমিস্টারে যোগ দেওয়া ৬৫ জন পূর্ণকালীন শিক্ষকের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, এলাইড হেলথ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তাফা এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ. এম.এম. হামিদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সুযোগ সুবিধা কাজে লাগিয়ে এবং এর সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে শিক্ষকদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সবসময়েই ভালো কার্যক্রমকে স্বাগত জানায় এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং গুনগত শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদানে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব-উল হক মজুমদার বলেন, নবনিযুক্ত শিক্ষকদের উপর বিশ্ববিদ্যালের প্রত্যাশা অনেক বেশি। তিনি আরোও বলেন, শিক্ষকতা পেশাটি হলো বিশ্বের সবচেয়ে সম্মানজনক একটি পেশা। তাই শিক্ষকরা শিক্ষার্থীদের শুধু কোর্সের বিষয়গুলো সম্পর্কে পড়াবেনা না বরং তাদেরকে প্রকৃত মানুষ হিসেবেও গড়ে তুলবেন। জ্ঞান হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিস, তাই শিক্ষকদেরকে অবশ্যই বেশি করে জ্ঞান আহরণ করতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে তাদের জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে।