ড্যাফোডিলে ৬৫ জন পূর্ণকালীন শিক্ষক নিয়োগ
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল-২০১৬ সেমিষ্টারে একসাথে সর্বোচ্চ সংখ্যক ৬৫ জন পূর্ণকালীন শিক্ষক যোগদান করেছেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সিটিটিউটের আয়োজনে যোগদানকৃত এ ৬৫ জন পূর্ণকালীন শিক্ষকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়ায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময়েই ভালো কার্যক্রমকে স্বাগত জানায় এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং গুণগত শিক্ষা প্রদান ও গবেষণা কার্যক্রমের জন্য শিক্ষকদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদানেও বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ দান নয় সাথে নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন যোগ্য মানুষ তৈরির কারিগর হিসেবে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সুযোগ সুবিধা কাজে লাগিয়ে এবং এর সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে নবাগত শিক্ষকদের দিকনির্দেশনা প্রদান করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। সততা নিষ্ঠা আর সঠিক শিক্ষা পদ্ধতি প্রয়োগ এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহবুব-উল হক মজুমদার বলেন, ‘নবনিযুক্ত শিক্ষকদের উপর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা অনেক বেশি।’
অনুষ্ঠানে নবাগত শিক্ষকরা তাদের মূল্যবান মতামত, পরামর্শ ও পরিকল্পনার কথা তুলে ধরেন এবং আগামীর পথচলায় শিক্ষার্থীদেরকে তাদের সর্বোচ্চ জ্ঞান বিলিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক।