এন্ট্রাপ্রেনরশীপ সামার ক্যাম্পে ড্যাফোডিলের ৭ শিক্ষার্থী
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনরশীপ বিভাগের ৭ শিক্ষার্থীর একটি দল মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসে ৭ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত গ্লোবাল এন্ট্রাপ্রেনরশীপ সামার ক্যাম্পে যোগ দিয়েছে। গ্লোবাল এন্ট্রাপ্রেনরশীপ সামার ক্যাম্পকে তত্বীয় এবং ব্যবহারিক উপাদান, বিভিন্ন কারখানা, বাজার এবং অন্যান্য উদ্যোক্তা কেন্দ্র পরিদর্শনসহ নানা বিষয় নিয়ে সাজানো হয়েছিল। এ ক্যাম্প বিভিন্ন দেশ থেকে আগত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে মিলিত হওয়ার ও পারস্পরিক মিথস্ক্রিয়তার এক বিশাল সুযোগ সৃষ্টি করে।
পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে শিক্ষা এবং ব্যবহারিক জ্ঞান ভাগাভাগি করেছে এবং টেকনোলজি এন্ট্রাপ্রেনরশীপ, নিউ ভেঞ্চার ম্যানেজমেন্ট এবং বিজনেস কোচিং এই তিনটি কোর্সে অংশগ্রহণ করে। গ্লোবাল এন্ট্রাপ্রেনরশীপ সামার ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হলো অংশীদারী বিশ্ববিদ্যালয়গুলো থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরিতে দক্ষতার নিখুঁত উন্নয়ন ঘটানো।