উচ্চশিক্ষার মান নিশ্চিতে কাউন্সিল হচ্ছে
- ক্যাম্পাস ডেস্ক
উচ্চশিক্ষার মান নিশ্চিতে গঠন করা হচ্ছে অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এজন্য ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।
এছাড়া বৈঠকে ‘আন্তর্জাতিক উদারাময় গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৬’ এর খসড়া নীতিগত ও ‘বাংলাদেশ পরমাণু কৃষি গবষেণা ইনস্টিটিউট আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আইনের খসড়া অনুযায়ী অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণ করবে। স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে সনদ দেবে। ১৩ সদস্য নিয়ে এই কাউন্সিল গঠিত হবে। ২৫ বছর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় অভিজ্ঞ ব্যক্তিকে কমিশনের প্রধান বা চেয়ারম্যান নিয়োগ করা হবে।