ইবিতে শিক্ষকদের কর্মবিরতি

ইবিতে শিক্ষকদের কর্মবিরতি

শাহজাহান নবীন, কুষ্টিয়া : ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদমর্যাদা সংক্রান্ত অসঙ্গতি দুরীকরণের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ষোষিত কর্মসূচীর অংশ হিসেবে ইবি শিক্ষক সমিতি এ কর্মসূচীর আয়োজন করে।

আজ (৭ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের করিডোরে এ কর্মসূচি পালিত হয়। ইবি শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ড. মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেনে সভাপতিত্ব করেন। এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলী উল্যাহ, প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরী, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রফেসর ড. আক্তারুল ইসলাম, প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, প্রফেসর ড. রুহুল আমিন ভুঁইয়া, প্রফেসর ড. নুরুন নাহার, প্রফেসর ড. আব্দুল কাদেরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষকরা বলেন- ‘ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান ধর্মঘট বা আন্দোলন করা শিক্ষকদের কাজ নয়। তবুও নিরুপায় হয়ে আজ শিক্ষকরা সারাদেশে আন্দোলনে নেমেছেন, যা শিক্ষকদের জন্যও পীড়াদায়ক।’ তাঁদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।favicon5

Sharing is caring!

Leave a Comment