ড্যাফোডিলে আন্তঃবিভাগ ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ বুধবার (১৯ অক্টোবর) থেকে শুরু হয়েছে আন্তঃবিভাগ ক্রিকেট এবং ফুটবল প্রতিযোগিতা-২০১৬। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় ও আইসিসি’র ডেভেলাপমেন্ট কোচ মঞ্জুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এ প্রতিযোগীতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মঞ্জুরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, ক্রীড়াঙ্গন, জিমনেশিয়াম, সবুজ পরিবেশ ও খেলাধূলার সামগ্রিক সুবিধাদির প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের এ সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে নিজের নৈপূন্য তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (স্থায়ী ক্যাম্পাস) প্রফেসর ড. মোস্তফা কামাল, ডেপুটি রেজিস্ট্রার ও ডিআইইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ড. এ বি এম কামাল পাশা ও সহকারি পরিচালক কাজী দিলজেব কবির।
উল্লেখ্য, এবারের ক্রিকেট প্রতিযোগীতায় ১৪ টি ডিপার্টমেন্ট এবং ফুটবল প্রতিযোগীতায় ৮টি ডিপার্টমেন্ট অংশগ্রহণ করছে। আগামী ৩ নভেম্বর প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।