বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু
- ক্যাম্পাস ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে লেভেল-১ ও টার্ম-১-এর স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা চলবে বিকেল ৪টা পর্যন্ত। পুরকৌশল ভবনে পরীক্ষাগুলো সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। অন্যান্য ভবনে পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এ বছর ১ হাজার আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯ হাজার ১৫৭ জন শিক্ষার্থী। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর। নির্বাচিত প্রার্থীরা প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদে ভর্তির সুযোগ পাবেন।