‘ব্যাটেল অব মাইন্ডস ২০১৬’ এর চ্যাম্পিয়ন আইবিএ

‘ব্যাটেল অব মাইন্ডস ২০১৬’ এর চ্যাম্পিয়ন আইবিএ

  • ক্যাম্পাস ডেস্ক

যেসব তরুণরা আগামীর পথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য ‘ব্যাটেল অব মাইন্ডস’কে অনেক বড় সুযোগ হিসেবে অভিহিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত ‘ব্যাটেল অব মাইন্ডস ২০১৬’ এর চূড়ান্ত আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ বছর ‘ব্যাটেল অব মাইন্ডস-২০১৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। প্রথম রার্নাস আপ এবং দ্বিতীয় রানার্স আপ হয় যথাক্রমে বুয়েট এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির দল।

গত ২৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ব্যাটেল অব মাইন্ডস এর চূড়ান্ত অনুষ্ঠানে ৫টি দল রেস্টুরেন্ট কি ধরনের অফার দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতে পারে সেই পরিকল্পনা উপস্থাপন করে। উল্লেখ্য, তারা রেস্টুরেন্টের উদ্যোক্তদের সঙ্গে সরাসরি কাজ করে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এই পরিকল্পনা পেশ করে।

চ্যাম্পিয়ন আইবিএ দলের হাতে ক্রেস্ট তুলে দেন মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইনুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম, হেড অব এইচ আর রুমানা রহমান, নির্বাহী পরিষদ সদস্যগণ, বর্তমান ও সাবেক পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ, আইন বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আনিসুল হক ব্যাটল অব মাইন্ডসে অংশগ্রহণকারী তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘জীবনে বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হয়; বড় লক্ষ্য রাখতে হয়। আমাদের সময় স্বপ্ন দেখানোর জন্য এত বড় বড় আয়োজন ছিল না, প্রযুক্তিগত সুবিধাও ছিল না। তোমাদের সামনে যে সুযোগ রয়েছে, এখানে যারা অংশগ্রহণ করলে তোমরা প্রত্যেকেই এক একটি স্ফুলিঙ্গ। আজকে তোমাদের উপস্থাপনায় সে প্রতিচ্ছবি ছিল।’

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে শুরু হওয়া ব্যাটেল অব মাইন্ডেসর এবারের আয়োজনে ১৮টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৩০০’র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।  favicon59-4

Sharing is caring!

Leave a Comment