ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘বিমানশিল্পে ক্যারিয়ার ও দক্ষতা’ শীর্ষক কর্মশালা
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ‘বিমানশিল্পে ক্যারিয়ারের সুযোগ ও প্রয়োজনীয় দক্ষতা’ শীর্ষক এক কর্মশালা গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ। কর্মশালাটি পরিচালনা করেন ইতিহাদ এয়ার ওয়েজের বাংলাদেশীয় কান্ট্রি ম্যানেজার হানিফ জাকারিয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক খাদিজাতুল কোবরা।
এয়ারলাইন্স সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ার জন্য দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন হানিফ জাকারিয়া এবং কীভাবে এ দক্ষতা অর্জন করা যায় সে ব্যাপারে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীরা তাঁর নিকট থেকে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশনা লাভ করেন।