ড্যাফোডিলে চলছে বাংলা চ্যালেঞ্জ
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে ১৮ ফেব্রুয়ারি থেকে তিন দিন ব্যাপী গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার উদ্যোগে বাংলা চ্যালেঞ্জ চলছে। যান্ত্রিক অনুবাদক গুগল ট্রান্সলেটে বাংলাভাষাকে সমৃদ্ধ করার জন্য এসব আয়োজন। এই চ্যালেঞ্জে গুগল ট্রান্সলেটরে কিছু বাংলা শব্দ দিতে হবে। শব্দটি ঠিক আছে কিনা তা যাচাই করা হবে। এই চ্যালেঞ্জের প্রথম কাজ শব্দ দেওয়া। এরপর কয়েকজনকে চ্যালেঞ্জ করতে হবে। যাতে তারাও কয়েকটি শব্দ গুগল অনুবাদককে দিতে হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। বক্তব্য রাখেন ডেপুটি একাডেমিক ডিরেক্টর মো. সরোয়ার হোসেন মোল্লা, ডেপুটি ডিরেক্টর শাহনেওয়াজ মজুমদার, জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান, উপদেষ্টা কাজী হাসান ও দূত মো. লিয়াদ আলম। প্রথম দিনে গুগলের ওপেন সোর্স লাইব্রেরী টেনসর ফ্লো, দ্বিতীয় ও তৃতীয় দিনে আরো ২ টি কর্মশালা অনুষ্ঠিত হবে।