এনসিসি এডুকেশনের আঞ্চলিক সম্মেলনে অংশ নিলো ডিআইএ
- ক্যাম্পাস ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী এনসিসি এডুকেশন, ইউকে’র রিজিওনাল কনফারেন্সে অংশ নিয়েছে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি। গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দি টু ওসান একুরিয়াম কনফারেন্স সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান অংশ নেন। তিনি সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক মো. মজিবুর রহমান খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিসি হচ্ছে ব্যবসা ও তথ্য-প্রযুক্তি বিষয়ে আন্তর্জাতিক শিক্ষা সরবরাহকারী প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের তিন শতাধিক ইনস্টিটিউট ও শতাধিক বিশ্ববিদ্যালয়ে তাদের প্রোগ্রাম পাঠদান করা হয়। এনসিসি রিজওনাল কনফারেন্সে সাউথ আফ্রিকা, এশিয়া ও মাধ্যপ্রাচ্য থেকে তাদের অনুমোদিত সেন্টারগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে এনসিসি এডুকেশন একাডেমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক পিটার ফোর্ড, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর কল্ম ম্যাকগিভেন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। কনফারেন্সে বিভিন্ন বিষয়ের ওপর পৃথক পৃথক সেশন অনুষ্ঠিত হয়।