গ্লোবাল ইনক্লুশন পুরস্কার পেল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
- ক্যাম্পাস ডেস্ক
‘গ্লোবাল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০১৭’ পেয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রথম জব পোর্টাল জবসবিডি ডট কম। গ্লোবাল মানিউইক অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ১৯টি দেশের সাথে প্রতিযোগীতা করে এই পুরস্কার পায় বাংলাদেশ। সম্প্রতি জার্মানীর বার্লিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।
প্রসঙ্গত, জি-২০ এর জার্মান প্রেসিডেন্সির সহায়তায় চাইল্ড অ্যান্ড ই্য়ুথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল (সিওয়াইএফআই) ২০১২ সাল থেকে একাধিক ক্যাটাগরিতে এ পুরস্কার দিয়ে আসছে। বাংলাদেশে ২০১২ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বিশ্বের ১৬০ টি দেশের সাথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিবছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ‘গ্লোবাল মানি উইক’ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ বছর জবসবিডিডট কমের (সিওয়াইএফআই এর প্রধান প্রশিক্ষণ সহযোগী) সহায়তায় শিশু ও তরুণদের আর্থিক সেবার সুযোগ দান, তাদের অর্থনৈতিক অধিকারের সচেতনতা বৃদ্ধি, সম্পদ গঠনে শিশু ও তরুণদের ক্ষমতায়ন, ভবিষ্যতে তাদের বিনিয়োগ এবং দারিদ্র চক্র থেকে বেরিয়ে আসার বিষয়ে রাজধানী থেকে তৃনমূল পর্যন্ত ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।