ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের জন্য ‘কিডস এন্ট্রাপেনিউর প্রোগ্রাম’ চালু
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতার উন্নয়ন ও বিকাশে ‘কিডস এন্ট্রাপেনিউর প্রোগ্রাম’ চালু করা হয়েছে। আজ ৫ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনিউরশীপ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক সৈয়দ মারুফ রেজা। শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করতে ও আত্ম নির্ভরশীলতা বাড়াতে ও মনোবল চাঙ্গা করতে অনুষ্ঠানে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ভাইস প্রিন্সিপাল রাহিমা কে মির্জা রোজমেরী।
অনুষ্ঠানে আগামী ১২ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে অনুষ্ঠিতব্য মাই ই-কিডস্ শো-২০১৭ তে কিডস এন্ট্রাপ্রেনিউরশীপ প্রোগ্রাম পরিচালনা ও স্কুলের শিক্ষার্থীদের প্রতিযোগীতার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনিউরশীপ বিভাগের পাঁচ শিক্ষার্থীকে এ প্রেগ্রামের অন্তর্ভূক্ত করা হয়। এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে প্রতিসপ্তাহে একদিন বৃহস্পতিবার নিয়মিতভাবে এন্ট্রাপ্রেনিউরশীপ সেশন আয়োজন করা হবে যা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাব কার্যক্রমের অংশ ও এক্সট্রা কারিকুলার কর্মকাণ্ডের আওতায় উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও দক্ষতা অর্জনে সহায়তা করবে।