হ্রাসকৃতমূল্যে ইন্টারনেট সেবা পাবেন ড্যাফোডিল শিক্ষার্থীরা

হ্রাসকৃতমূল্যে ইন্টারনেট সেবা পাবেন ড্যাফোডিল শিক্ষার্থীরা

  • ক্যাম্পাস ডেস্ক

করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষাকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে বিশেষ হ্রাসকৃতমূল্যে ইন্টারনেট সেবা দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা চুক্তিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার (আইটি) মো. নাদির বিন আলী এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের হেড অব একুইজিশন, এন্টারপ্রাইজ বিজনেস গাজী রাফি আহমেদ শামস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ হ্রাসকৃত মূল্যে বাংলালিংক প্রদত্ত ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

সমঝোতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মুমিনুল হক মজুমদার, সহকারী রেজিস্ট্রার মো. রোকনুজ্জামান রোমান, সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদশা, বাংলালিংকের একাউন্ট ম্যানেজার, এন্টারপ্রাইজ বিজনেস মো. ফারহান কোরাইশি।

Sharing is caring!

Leave a Comment