ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
- ক্যাম্পাস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৭তম সভা গত ১৬ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিনুল ইসলাম সেমিনার কক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল হক মজুমদারের বিশেষ আমন্ত্রনে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ট্রেজারার মমিনুল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. ইসমাইল জবিউল্লাহ অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন অনুষদের ডীনগণ তাদের নিজ নিজ অনুষদের পাঠ্যক্রম উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়াদি অন্তভূক্তির জন্য প্রস্তাব পেশ করেন। একাডেমিক কাউন্সিল বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে সেগুলো গ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রক ২০২০ সালের বিভিন্ন পোগ্রামের ডিগ্রি অনুমোদনের প্রস্তাব করলে সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রেজিস্ট্রার প্রফেসর প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পিএইচডি সভায় আনুষঙ্গিক তথ্যসমূহ সরবরাহ করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম মফিজুর রহমান, ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশের (আইইবি) প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবির আহমেদ ভূইয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এম সামছুল আলম, এলাইড হেলথ সাইন্সেস অনুষদের ডীন প্রফেসর ড. আহমদ ইসমাইল মোস্তফা, বাণিজ্য অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ও পরিচালক (প্রশাসন) ড. মোহাম্মদ ইমরান হোসেন, বিভাগীয় প্রধানগণ, ইন্সটিটিউট প্রধানগণ, বোর্ড অব ট্রাস্ট্রিজের প্রতিনিধি, সিন্ডিকেট মনোনীত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রমাগত সাফল্যের ধারাবাহিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।