৩টি বৃত্তি তহবিল গঠন করলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
- ক্যাম্পাস ডেস্ক
কর্পোরেট সামাজিক দায়বদ্ধার প্রতিশ্রুতি অনুযায়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের তরুণ মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে বদ্ধ পরিকর। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, এই তরুণরা দেশের অর্থনীতিতে অবদান রাখবে এবং বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। শিক্ষার্থীদের মেধাকে জাগ্রত করতে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইতিমধ্যে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে স্কলারশিপ, ওয়েভার এবং আর্থিক সহায়তা প্রদান করে থাকে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি তাদের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে তিনটি বৃত্তি তহবিল গঠনের ঘোষনা দিয়েছে। বৃত্তি তহবিলগুলো হচ্ছে—চেয়ারম্যান বৃত্তি তহবিল, মফিজ উদ্দিন মজুমদার স্কলারশিপ তহবিল এবং দেলওয়ার হুসাইন চৌধুরী স্কলারশিপ তহবিল।
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তি সুবিধা পাবেন। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের (দিবা ও রাত্রি) স্থানীয় শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য বিবেচিত হবেন। বৃত্তির জন্য সেসব শিক্ষার্থীই আবেদন করতে পারবেন যারা সফলভাবে এক বছর শিক্ষাজীবন শেষ করেছেন। বিগত তিনটি সেমিস্টারে (ট্রাই সেমিস্টার) অথবা দুটি সেমিস্টারে (বাই সেমিস্টার) শিক্ষার্থীদের ফলাফল অবশ্যই জিসিপিএ ৩.০০ থাকতে হবে এবং শিক্ষাপঞ্জী হতে হবে ১জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এইসব বৃত্তি সুবিধা প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয় কিছু শর্ত আরোপ করেছে। যেমন, শিক্ষার্থীকে অবশ্যই তার চলমান শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। অনিয়মিত কিংবা ঝরে পড়া কোনো শিক্ষার্থী বৃত্তির জন্য বিবেচিত হবেন না। যেসব শিক্ষার্থী শূন্য থেকে ৩০ শতাংশ পর্যন্ত ওয়েভার পাচ্ছেন তারাও বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী তাদের অভিভাবকের মৃত্যু কিংবা গুরুতর অসুস্থথার কারণে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, তিনটি বৃত্তি তহবিলের মধ্যে শিক্ষার্থীরা যে কোনো একটিতে আবেদন করার সুযোগ পাবেন। একজন শিক্ষার্থী একবারই বৃত্তি নিতে পারবেন।
বিস্তারিত: https://daffodilvarsity.edu.bd/scholarship.