জাতীয় শোক দিবসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজন
- ক্যাম্পাস ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারি পরিচালক মো. আনোয়ার হাবিব কাজলের নেতৃত্বে একদল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানায়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস টিভিতে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. খোন্দকার বজলুল হক। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও এলাইড হেলথ সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ ইসমাইল মোস্তফার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানসহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক রাশেদুল ইসলাম।
এছাড়া মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ফারহানা হেললাল মেহতাবের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস টিভিতে “বঙ্গবন্ধুর ভাবনায় নারীর অধিকার” শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, আইন ও শালিস কেন্দ্রের সভাপতি এডভোকেট জেড আই খান পান্না।
দিবসটি উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপ দোয়া মাহফিল এবং স্টুডেন্ট এফেয়ার্স অনলাইন পেইন্টিং প্রতিযোগিতার আয়োজন করে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	