ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী
- ক্যাম্পাস ডেস্ক
কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিশতম প্রতিষ্ঠা দিবস ২৪ জানুয়ারি ২০২২ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. মমিনুল হক মজুমদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এম সামছুল আলম, মানবিক ও সামাজিক অনুষদের ডীন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল, পরিচালক (আন্তর্জাতিক) ড. মো. ফখরে হোসেন, পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, লাইব্রেরিয়ান ড. মিলন খান ও বিভাগীয় প্রধানগণসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ মো. মমিনুল হক মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারি ও অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা, সমর্থন, আকুণ্ঠ ভালবাসা ও অবদানের ফলেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে। তিনি আগামীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এক নম্বর অবস্থানে দেখার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, এ লক্ষ্য অর্জনে গুণগত শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। বিশ্ববিদ্যালয়কে এ পর্যায়ে নিয়ে আসতে বোর্ড অব ট্রাষ্ট্রিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্যদের অবদান ও নেতৃত্ব তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
উল্লেখ্য, ২০০২ সালের ২৪ জানুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর অধীনে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কার্যক্রম শুরু করে স্বল্প সময়ের মধ্যে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছে।