প্রেজেন্টেশন ক্যাম্পের নিবন্ধন চলছে

প্রেজেন্টেশন ক্যাম্পের নিবন্ধন চলছে

  • মো. সাইফ

একটি অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে চাইলে একজন উপস্থাপকের উপস্থাপনা কৌশল জানা খুবই জরুরী। সেটি টেলিভিশনের অনুষ্ঠান কিংবা সংগঠনের কোনো অনুষ্ঠান। ভালো উপস্থাপকমাত্রই সাবলীল ভঙ্গিমা ও প্রাণবন্ত উপস্থাপনায় মাতিয়ে তুলতে পারেন অনুষ্ঠান। সুন্দর করে তোলেন খুব গম্ভীর ধরনের কাঠখোট্টা প্রোগ্রামও। এই বিষয়টি মাথায় রেখেই ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি আগামী ৪ই জুন আয়োজন করবে ‘ঢাকা ইউনিভার্সিটি প্রেজেন্টেশন ক্যাম্প’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এই অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে থাকছে প্রেজেন্টেশন ক্লাব। দেশসেরা উপস্থাপকদের উপস্থিতিতে সারা দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে।

টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক এবং বিখ্যাত টেলিভিশন ব্যাক্তিত্বরা থাকছেন প্রশিক্ষক হিসেবে। জানা গেছে, একাত্তর টিভি’র নিউজ ডিরেক্টর সৈয়দ ইশতিয়াক রেজা, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সভাপতি একেএম সামছুদ্দোহা,এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার লোপা হোসাইন, প্রেজেন্টেশন ক্লাবের প্রতিষ্ঠাতা রাইসুল এইচ চৌধুরীসহ আরো অনেকেই উপস্থিত থেকে তরুণদের প্রশিক্ষণ ও নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরবেন তাদের মাঝে।

যেকোনো শিক্ষার্থী এই ক্যাম্পটিতে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে টি.এস.সিতে অনুষ্ঠানের বুথে ২০০শত টাকা নিবন্ধন ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আগ্রহীদের।favicon59

Sharing is caring!

Leave a Comment