ড্যাফোডিলে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কর্মশালা
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের যৌথ উদ্যোগে আগামী ৩ ও ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বিজনেস স্কুল কোর্স কারিকুলাম পরিবর্তনের প্রয়োজনীয়তা : বিমসটেক অঞ্চলের ব্যবসা শিক্ষার অবস্থান ও দক্ষতার মাপকাঠি নির্ণয়’ শীর্ষক আন্তজার্তিক কর্মশালা ।
আজ (৩০ মে) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়েল প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাসুম ইকবালের সভাপতিত্বে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক এবং কর্মশালার নির্বাহী সভাপতি প্রফেসর ড. মুহম্মদ মাহাবুব আলী।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ভারতের এমটিসি গ্লোবালের সভাপতি ও আহ্বায়ক অধ্যাপক ভোলানাথ দত্ত, ফিলিপাইনের ইউনিভার্সেল কলেজ অব প্যারানাকের প্রফেসর ও আইটি পরামর্শক ড. নেইল বালবা, ফিলিপাইন ইন্সটিটিউট অব সার্টিফায়েড পাবলিক একাউন্টস্ এর সদস্য ড. ক্যান্ডিডো পেরেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, ট্রেজারার হামিদুল হক খান মুরাদ, ড. পার্থসারথী গাঙ্গুলী, সভাপতি, বোর্ড অব গভর্নেন্স, জ্যোতির্ময় স্কুল অব এডুকেশন, ভারত এবং বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দু’দিনব্যাপী আয়োজিত এ আন্তর্জাতিক কর্মশালায় বিশ্বের বিভিন্ন দেশ হতে অন্তত ৫০জন বিশেষজ্ঞ প্রশিক্ষক এই কর্মশালায় যোগ দিবেন। পাশাপাশি এদেশের বরেণ্য শিক্ষাবিদ, ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার গবেষক, নীতি নির্ধারক, সাংবাদিক ও সুশীল সমাজ ও নাগরিক সমাজ অংশ নেবেন। কর্মশালায় আন্তর্জাতিক খ্যাতি সম্পূন্ন এসব শিক্ষাবিদগণ প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি, গবেষণা, আঞ্চলিক সহযোগীতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোপাত করবেন।