জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রমোশন বা উত্তীর্ণ হওয়ার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রমোশন বা উত্তীর্ণ হওয়ার নিয়ম

  • ক্যাম্পাস ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রমোশন বা উত্তীর্ণ হওয়ার নিয়ম।


  • অনার্স

কোনো বিষয়ে উত্তীর্ণ হতে অবশ্যই ৪০% নম্বর পেতে হবে। অর্থাৎ ৮০ নম্বরের পরিক্ষায় পাশ নম্বর ৩২।
পাশ করার পর ইনকোর্সের নম্বর যোগ হবে। ইনকোর্স ২০ নম্বরের পরিক্ষায় পাশ নম্বর ৮।

  • আরো কিছু নিয়ম

১.জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী – ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে। এবং GPA = 1.75 অর্জন করতে হবে।
২.দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয়বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে।এবং কমপক্ষে GPA=2.00 অর্জন করতে হবে ।
৩.তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে। এবং কমপক্ষে GPA = 2.25 অর্জন করতে হবে ।

  • এছাড়া –

১.সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক )
পরীক্ষায় অংশগ্রণন বাধ্যতামূলক।
২.একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিতি থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে।
⊗ ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে। (শুধুমাত্র যারা পরীক্ষায় অনুপস্থিত (এবসেন্ট ) থাকবেন।)
⊗ ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে।(শুধুমাত্র যারা পরীক্ষায় অনুপস্থিত থাকবেন)
⊗ ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে (শুধুমাত্র যারা অনুপস্থিত থাকবেন)
⊗ অনার্স কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ ৭ বছর।

  • ডিগ্রি 

ডিগ্রি ২০১৩-১৪ হতে পরবর্তী বর্ষের ক্ষেত্রে যেকোনো বিষয়ে পাশ নম্বর ৪০। C, D গ্রেড পেলে যেকোনো বর্ষের ক্ষেত্রে ইম্প্রুভ বা মানোন্নয়ন পরীক্ষা দেয়া যাবে।
কিন্তু যতবার কোন ছাত্র/ছাত্রী অনুত্তীর্ণ হবে তবারই ইম্প্রুভ পরীক্ষা দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে। রেজিষ্ট্রেশনের মেয়াদ ৬ বছর।  favicon59

Sharing is caring!

Leave a Comment