খুবির ভর্তি পরীক্ষা শুরু ৩ নভেম্বর

খুবির ভর্তি পরীক্ষা শুরু ৩ নভেম্বর

  • ক্যাম্পাস ডেস্ক 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৩, ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে (২০১৬-১৭) আরো একটি নতুন স্কুল (অনুষদ) ও  দুইটি ডিসিপ্লিন (বিভাগ) চালু হচ্ছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, আইন স্কুল নামে এই নতুন স্কুলের অধীন আইন ও বিচার ডিসিপ্লিন এবং বর্তমান কলা ও মানবিক স্কুলের অধীন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন নামে নতুন দুইটি ডিসিপ্লিন চালু হচ্ছে এবং চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে।

নতুন দুইটি ডিসিপ্লিনের প্রত্যেকটিতে ৪০টি করে মোট ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া স্থাপত্য ও গণিত ডিসিপ্লিনে পাঁচটি করে মোট ১০টি এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের দুইটি আসন বাড়ানো হচ্ছে বলেও সভায় জানানো হয়। ফলে চলতি শিক্ষা বর্ষে নতুন ৯২টি আসন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে মোট আসন সংখ্যা দাঁড়াবে ১২১০টি এবং ডিসিপ্লিনের সংখ্যা ২৮টিতে উন্নীত হবে। খুব শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে রেজিস্ট্রার অফিস সূত্র জানায়।  এ সময় সভায় ভর্তি কমিটির সদস্য ডিনবৃন্দ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। favicon59

Sharing is caring!

Leave a Comment