বানাও শর্টফিল্ম, জিতে নাও পুরষ্কার

বানাও শর্টফিল্ম, জিতে নাও পুরষ্কার

  • ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং জার্মানীর ফ্রেড্রিক ন্যূম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ) এর যৌথ পৃষ্ঠপোষকতায় ‘গ্রিন ফ্রিডম শর্ট ফিল্ম  প্রতিযোগিতা ও পরিচ্ছন্নতা উৎসব-২০১৬’ শুরু হয়েছে।  আজ বুধবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

unnamed2মোরশেদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো, মানুষের মাঝে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি এবং পরিবেশের উন্নয়নমূলক কাজে অংশ নিতে তরুণদের অনুপ্রাণিত করা। ’

আয়োজকরা জানান, উৎসবের আওতায় মূলতঃ দুটি ইভেন্ট অনুষ্ঠিত হবে, তার একটি শর্ট ফিল্ম প্রতিযোগিতা আর অন্যটি  পরিষ্কার পরিচ্ছন্নতা উৎসব। সর্বোচ্চ পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয় বা কলেজ শিক্ষার্থীদের যে কোনো দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এ এম এম হামিদুর রহমান, রেজিষ্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এ বি এম কামাল পাশা এবং ফ্রেড্রিক নূম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ) এর বাংলাদেশ প্রতিনিধি ড. নাজমুল হোসেন।

যেভাবে অংশ নেবে প্রতিযোগিতায়

প্রতিযোগিতায় ও উৎসবে অংশ গ্রহণ নিশ্চিত করতে হলে প্রতিটি দলকে গুগল ফরম পূরণ করার মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করতে হবে। গুগল ফরম ফেইসবুক ইভেন্ট পেইজে পাওয়া যাচ্ছে : https://www.facebook.com/diufnf/?fref=ts

প্রতিটি  ইভেন্টে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ তিনটি করে দল অংশগ্রহণ করতে পারবে। শর্ট ফিল্ম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলিকে তাদের শর্ট ফিল্মের সিনোপসিস জমা দিতে হবে।

অন্যান্য নিয়মাবলী

রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষ হওয়ার পর আয়োজকরা নিবন্ধিত দলগুলোর সাথে যোগাযোগ করে  পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

14183902_1082045998532776_8769247291409989539_nপরিচ্ছন্নতা উৎসব শুরু হবে আগামী ১৪ ই অক্টোবর। পরিচ্ছন্নতা উৎসবের আওতায় অংশগ্রহণকারী দলগুলিকে ধানমন্ডি লেক ও হাতির ঝিল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। এ দুটি এলাকাকে বিভিন্ন দলের জন্য নির্ধারণ করে বিভিন্ন জোনে ভাগ করে দেয়া হবে। যে দল দ্রুততম সময়ের মধ্যে সুনিপুণভাবে তার নির্ধারিত জোন পরিষ্কার করতে সক্ষম হবে সে দলকেই বিজ্ঞ বিচারকমন্ডলীর রায়ে বিজয়ী ঘোষণা করা হবে।

শর্ট ফিল্মের ক্ষেত্রে বিশেষায়িত বিচারকদের একটি প্যানেল  অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে  সিনোপসিস যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রথম দশটি দলকে নির্বাচন করবেন। নির্বাচিত দলগুলোকে নিবিড় প্রশিক্ষণের (Grooming session) জন্য ডাকা হবে এবং প্রশিক্ষণ শেষে শর্ট ফিল্ম তৈরির জন্য তাদের একটে নির্দিষ্ট পরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে।

শর্ট ফিল্ম জমা দেয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। সেরা তিনটি শর্টফিল্মকে পুরস্কারের জন্য মনোনীত করা হবে। পুরস্কার বিতরণী ও শর্ট ফিল্ম প্রদর্শনী অনুষ্ঠান আগামী ৫ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদেরকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।favicon59

Sharing is caring!

Leave a Comment