বেরোবিতে ভর্তি পরীক্ষা ১৩-১৭ নভেম্বর : থাকছে ছিটমহল কোটা

বেরোবিতে ভর্তি পরীক্ষা ১৩-১৭ নভেম্বর : থাকছে ছিটমহল কোটা

  • ক্যাম্পাস ডেস্ক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর। মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো রাখা হচ্ছে ছিটমহল (বিলুপ্ত অধিবাসী) কোটা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী জাগো নিউজকে বলেন, পিছিয়ে থাকা বঞ্চিত বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদেরকে শিক্ষার মূল ধারায় অন্তর্ভূক্তি এবং উন্নয়নের সুফল পাওয়ার সুযোগ সৃষ্টির জন্য এই কোটা প্রবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২১টি বিভাগের অধীনে প্রায় ১২ শতাধিক আসনের বিপরীতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment