জাবি ছাত্র অর্ককে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

জাবি ছাত্র অর্ককে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান

  • ক্যাম্পাস ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৪তম আবর্তন) মেধাবী শিক্ষার্থী সেন্টু রঞ্জন দাস অর্কের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অর্কের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। পিতৃহীন অর্কের পরিবারের পক্ষে এতো টাকা খরচ বহন করা সম্ভব নয়। ফলে তার চিকিৎসার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্কের পরিবার ও বন্ধুরা।

সদা হাস্যোজ্জ্বল, অসীম দৃঢ় মানসিকতাসম্পন্ন অর্ক হার মানবে কি নিয়তির কাছে? এই পরাজয়ের গ্লানি কি শুধু তার একার? অর্ক চায় মায়ের স্বপ্ন পূরণ করে পৃথিবীর বুকে বেঁচে থাকতে, জাহাঙ্গীরনগরের সবুজ চত্বরে বিচরণ করতে, পরিবারের বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরতে। কিন্তু তার দেহে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার ((Lymphocyte Rich Classical Hodgkin Lymphoma)।

তাই তার পরিবার ও বন্ধুরা সকলের কাছে প্রত্যাশা করেছেন একটু সাহায্যের। একটি স্বপ্নের অপমৃত্যু ঠেকাতে সবার সহযোগিতার হাতটি বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। সকলের সম্মিলিত প্রয়াসে অর্ককে একটি সুস্থ, স্বাভাবিক জীবন উপহার দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

অর্কের স্থায়ী ঠিকানা
নাম- সেন্টু রঞ্জন দাস অর্ক, পিতা- মৃত সুবোধ রঞ্জন দাস, মাতা- মিনতী রানী দাস, ডাকঘর- জানীগাঁও, ইউনিয়ন- কাঠইর, উপজেলা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ।

সাহায্য পাঠানোর ঠিকানা
PRADHAN, PHARAMA DEPTT.
A/C No- 0084634085764
অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, সাভার, ঢাকা-১৩৪২

অথবা

MD. Abdul Jalil
A/C N- 186.105.9236
ডাচ-বাংলা ব্যাংক লি.
মোবাইল নং- 01929676989  favicon59-4

Sharing is caring!

Leave a Comment