ইবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

ইবিতে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

  • ক্যাম্পাস ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সভা সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্স (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফরম উত্তোলনের সময় ২০ অক্টোবর থেকে বৃদ্ধি করে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৪ থেকে ৮ ডিসেম্বর করা হয়েছে।  এর আগে ১৯ থেকে ২৪ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই তারিখে ভর্তি পরীক্ষা নেয়ার ঘোষণা দিলে জটিলতার সৃষ্টি হয়। তখন শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে বিভিন্ন মিডিয়া ‘ইবি ও জাবি ভর্তি পরীক্ষা একই দিনে : বিপাকে শিক্ষার্থীরা’ প্রতিবেদন প্রকাশ করে।

এ প্রতিবেদন আমলে নিয়ে ইবি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা আহ্বান করে। সভায় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয় এবং ফরম উত্তোলনের সময়ও বৃদ্ধি করা হয়। উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সকল অনুষদের ডীন এবং ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় পাশাপাশি হওয়ায় ভর্তিচ্ছুদের স্বার্থ বিবেচনা করে ভর্তি পরক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি এর মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করাতে সমর্থ হবে। favicon59-4

Sharing is caring!

Leave a Comment