নেতৃত্বে এগিয়ে ৫ শিক্ষার্থী

নেতৃত্বে এগিয়ে ৫ শিক্ষার্থী

  • ক্যাম্পাস ডেস্ক

সম্প্রতি জাতিসংঘের সম্মেলনের আদলে প্রতীকী জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে, যাকে এশিয়া-প্যাসিফিক মডেল ইউনাইটেড নেশন কনফারেন্স নামেই সারাবিশ্বের শিক্ষার্থীরা জানে। এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ প্রতীকী জাতিসংঘ সম্মেলন। বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধিত্ব করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাব সিইউমুনার (চিটাগাং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন) পক্ষ থেকে পাঁচ সদস্যের দল অংশগ্রহণ করে। সম্মেলনটিতে সর্বমোট ১৯টি কমিটি ছিল, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ১০০০-এরও বেশি শিক্ষার্থীরা নিজেদের রাষ্ট্র প্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মকর্তা হিসেবে উপস্থাপিত করে আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং ছয় দিনব্যাপী কনফারেন্স শেষে আলোচিত সমস্যাগুলো নিয়ে ভবিষ্যতের পদক্ষেপ প্রণয়ন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলটির নেতৃত্ব দেন আইন অনুষদে অধ্যয়নরত সৈয়দ ফজলুল মাহদী, যিনি কনফারেন্সে ইউএনএইচসিআরে, রিফিউজি বিষয়ক কমিটিতে, নেদারল্যান্ডসের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। তার সঙ্গে একই কমিটিতে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেন আকাশ ধর, যিনি ফিন্যান্স বিভাগে পড়ছেন। এ ছাড়া দলের সাজ্জাউল করিম শাওন, বর্তমানে রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন আইএইএ কমিটিতে, যেখানে মূলত পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রসঙ্গে আলোচনা হয়েছে। তিনি প্রতিনিধিত্ব করেছেন অস্ট্রেলিয়ার। একই কমিটিতে ছিলেন মোহাম্মদ শাফকাত আজিজ, যিনি লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে পড়ছেন। দলের আরেকজন হলেন সাজ্জাতুল আলম, যিনি পড়ছেন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষে। অংশগ্রহণ করেছেন ইউএনডিপিতে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এ কমিটিতে।

সংগঠনটির সভাপতি ইজাজ মাহমুদ ফুয়াদ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অংশগ্রহণ এবারই প্রথম হলেও আমরা আশা করি, সামনের দিনগুলোয় আমরা আমাদের অংশগ্রহণ বাড়াতে সক্ষম হবো এবং বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য গৌরব বয়ে আনব।

সূত্র: সমকালfavicon59

Sharing is caring!

Leave a Comment