দেয়ালে দেয়ালে তাঁদের প্রতিবাদ

দেয়ালে দেয়ালে তাঁদের প্রতিবাদ

  • ক্যাম্পাস ডেস্ক

বর্তমান সমাজে মানুষের মূল্যবোধ, নৈতিকতা ও সহনশীলতার অবক্ষয় এমন পর্যায় এসে দাঁড়িয়েছে, যে কোনো ধরনের অসামাজিক কাজ কিংবা অপকর্ম করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। আমরা প্রায়ই দেখে থাকি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়সহ যেসব অপরাধ হচ্ছে তার প্রায় সবই নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় থেকেই সংঘটিত হচ্ছে। এতে বিপর্যস্ত হচ্ছে সমাজের প্রতিটি মানুষ।

শিক্ষা ব্যবস্থায় নীতি শিক্ষার অভাব, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা ইত্যাদির কারণে সমাজের নানা স্তরে বিভিন্ন সমস্যা দেখে দিচ্ছে। এসব অসঙ্গতি ও সমস্যা তুলে ধরতে শিল্পকর্ম বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজধানীর ধানমণ্ডি এলাকার অলিগলি দিয়ে হাঁটলেই চোখে পড়ে দেয়ালছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের সামাজিক সমস্যাগুলো। প্রতিটি দেয়ালে আঁকা ছবির এক কোণে ছোট করে লেখা ‘ভয়েসলেস বাংলাদেশি’।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীরা ‘ভয়েসলেস বাংলাদেশি’ শিরোনামে গত দুই বছর ধরে পরিত্যক্ত দেয়াল প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দেয়ালে দেয়ালে ছবি এঁকে সমাজের অসঙ্গতি নিয়ে নির্বাক প্রতিবাদ করছেন তারা। ইউল্যাবের গণমাধ্যম এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ‘প্রিন্সিপাল অব পাবলিক রিলেশন’ বিষয় পড়তে গিয়ে আমাদের দেশের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করে থাকেন। ২০১৪ সাল থেকে ‘ভয়েসলেস বাংলাদেশি’ শিরোনামে কাজটি প্রাথমিকভাবে শুরু করা হয়। এ প্রজেক্ট চালু হওয়ার আগে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টারের মাধ্যমে সমস্যাগুলো তুলে ধরতেন। ‘প্রিন্সিপাল অব পাবলিক রিলেশন’ বিষয়ের শিক্ষক নাইমা আলম চেয়েছিলেন এই কোর্সটি সাজানো হবে প্রজেক্টভিত্তিক কোর্স হিসেবে। এ ছাড়া শিক্ষার্থীরা বৃত্তের বাইরে গিয়ে এমন কিছু করুক, যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করতে সাহায্য করবে। প্রিন্সিপাল অব পাবলিক রিলেশন বিষয়টির ওপর পড়াশোনা করতে গিয়ে প্রতি সেমিস্টারে বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত একটি নির্দিষ্ট বিষয়ের ওপর কাজ করতে হয় শিক্ষার্থীদের। এরপর তাদের কাজগুলো নিয়ে চলে অনলাইন কিংবা সরেজমিন প্রচারণা। কোর্স শিক্ষকের অনুমতি সাপেক্ষেই ছবি আঁকার কাজ শুরু হয়। শিক্ষার্থীরাই নির্ধারিত বিষয়ের ওপর আইডিয়া নিয়ে আসেন।

পরে যাচাই-বাছাই করে ভালো আইডিয়াটা নিয়ে তারা কাজ শুরু করেন। এতে লক্ষ্য রাখা হয় শিক্ষার্থীরা ছবিতে যা বোঝাতে চেয়েছেন, তা সাধারণ মানুষ বুঝতে পারছেন কি-না। এই বিষয়টির শিক্ষক নাইমা আলম বলেন, দেয়াল ছবির মাধ্যমে পড়ালেখার পাশাপাশি সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে বের করে আনতে পারছে শিক্ষার্থীরা।

পথের ধারে পরিত্যক্ত দেয়ালে সামাজিক সমস্যাগুলো ছবির মাধ্যমে প্রকাশ করতে পেরে আনন্দিত শিক্ষার্থীরাও। গত দুই বছরে সব মিলিয়ে ৭০টিরও বেশি কাজ করেছেন ইউল্যাবের শিক্ষার্থীরা। শুধু শিক্ষার অংশ হিসেবেই নয়, শিক্ষার্থীরা সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজ করতে পারছেন ‘ভয়েসলেস বাংলাদেশি’ প্রজেক্টের মাধ্যমে।

এ দেয়াল ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রকৃতিকে ধ্বংস করে দিন দিন যে অপরিকল্পিত নগরায়ন তৈরি, সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর হয়রানির শিকার, নারী নির্যাতন, যৌন হয়রানিসহ বাবা-মা কীভাবে সন্তানের স্বপ্নকে নিজেদের সিদ্ধান্তে নষ্ট করে দিচ্ছেন ইত্যাদি।favicon59-4

Sharing is caring!

Leave a Comment